কাঞ্চনা বালিকা উচ্চ বিদ্যালয় "দক্ষিন চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪০ সালে প্রতিষ্ঠিত অত্র বিদ্যালয়টি সুদীর্ঘ কাল ধরে নারী শিক্ষা প্রসারে ভূমিকা পালন করে আসছে। অনেক নারী শিক্ষার্থী অত্র বিদ্যালয়ে লেখা পড়া করে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পালন করছে। বর্তমানে অত্র বিদ্যালয়ের সভাপতি হিসাবে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ধন্য মনে করছি। আমি এলাকার অভিভাবক, গুণীজন সহ সর্বস্তরের জনসাধারনের সহযগীতায় অত্র বিদ্যালয়ের উন্নয়ন সহ লেখা পড়ার সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতি বদ্ধ। ধন্যবাদান্তে- মুহাম্মদ শামসুজ্জামান হেলালী সভাপতি, বিদ্যালয় পরিচালনা পরিষদ কাঞ্চনা বালিকা উচ্চ বিদ্যালয়,সাতকানিয়া, চট্টগ্রাম।