কাঞ্চনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাতিষ্ঠাতা স্বর্গীয় এ এডভোকেট শান্তিপদ ঘোষ ১৯১৮ সালে কাঞ্চনার এক সম্ভ্রান্ত ঘোষ পরিবারে জমগ্রহণ করেন। তাঁর পিতার নাম- দীনবন্ধু ঘোষ, মাতার নাম-শ্রীমতি সরলা ঘোষ। ১৯৩৬ সনে মেট্রিক পরীক্ষায় এবং ১৯৩৮ সনে তৎকালীন অভিভক্ত ভারত বর্ষে কলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে আই, এ পাস করেন। পরবর্তীতে কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে এল, এল.বি শিক্ষা সমাপ্ত করেন। প্রতিষ্ঠাতা আইনজীবী হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। তিনি কর্মজীবিনের শুরু থেকে শেষ পর্যন্ত সাতকানিয়া কোর্টের উকিল হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘকাল ধরে আমিলাইশ কাঞ্চনা সবঙ্গ চন্দ্র ঘোষ ইনষ্টিটিউট এর পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেন। ১৯৪২ সালে তিনি শ্রমতি সুরভী ঘোষ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তাঁর ১ম পুত্র শ্রীমান কুমার ঘোষ আইনজীবী ২য় পুত্র কল্যান কুমার ঘোষ মেয়ে মিনাক্ষী ঘোষ। ১৯৯৩ সালে ১লা মার্চ সাতকানিয়ার নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মৃত্যবরণ করেন। এই ক্ষনজন্মার মৃত্যতে দেশ একজন গুনীজঙ্কে হারাল। তাঁর কৃত্তি আজও সমাজে উজ্জ্বল হয়ে রয়েছে।